Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুত ভাসানচর দ্রুত উদ্যোগ নিতে বলেছে সংসদীয় কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রস্তুত করা হয়েছে ভাসানচরকে। ইতোমধ্যে সকল প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন রোহিঙ্গাদের জন্য অপেক্ষা চলছে। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ওই চরে এক লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়েছে। সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত আশ্রয়ণ প্রকল্প-৩ এর পরিচালক এ এ মামুন চৌধুরী স্বাক্ষরিত এসংক্রান্ত কার্যপত্রটি নিয়ে আলোচনা শেষে কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের সেখানে পূনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরের লে. জেনারেল মো. সফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভাসানচর আবাসন প্রকল্প নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন ও তা নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয়, প্রকল্পটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচর নামক স্থানে এক লাখ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ