Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফআর টাওয়ার নকশা জালিয়াতি

৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

এফআর টাওয়ারের নকশা জালিয়াতি মামলায় প্লটের মালিক এবং রাজউকের সাবেক চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন চার্জশিট তদন্ত প্রতিবেদন অনুমোদন দেয়। শিঘ্রই এটি চার্জশিট আকারে হাইকোর্টে দাখিল করা হবে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, অগ্নিকান্ডের পর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। মামলাটি তদন্ত করেন উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশ করেন তিনি। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, প্লটের মালিক সৈয়দ মোহাম্মদ হোসাইন ইমাম ফারুক এবং ডেভলপার প্রতিষ্ঠান লিয়াকত আলী খান মুকুল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)র তৎকালিন চেয়ারম্যান হুমায়ুন খাদেম, তৎকালিন প্রধান প্রকৌশলী ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ