Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেমেনোস টি২৪ সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

দেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, দেশের প্রথম এনবিএফআই (নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন) হিসেবে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিজনেস অটোমেশনের গুরুত্ব বিবেচনা করে নিজস্ব অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশনের অংশ হিসাবে টেমেনোস টি২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস)-এর আর১৮ ভার্সন বাস্তবায়ন করেছে। টি২৪ সুইজারল্যান্ডের টেমেনোস-এর একটি পণ্য, যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি সিবিএস এবং বাংলাদেশের বেশকিছু ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়।
দেশের অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। শক্তিশালী কোর সিস্টেম না থাকলে আর্থিক প্রতিষ্ঠানের সিস্টেম পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। দেশের নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মধ্যে আইপিডিসিই প্রথম সিবিএস বাস্তবায়নে করেছে। এই উদ্যোগ বাস্তবায়নে আইপিডিসি’র সহযোগী ছিল বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ উদ্যোগ ফরট্রেস ডাটা সার্ভিসেস (এফডিএস) বাংলাদেশ লিমিটেড। আইপিডিসি ২০১৬ সালের শুরুর দিক থেকেই একটি শক্তিশালী সিবিএস-এর অনুসন্ধান শুরু করে এবং ২০১৮ সালের ডিসেম্বরে টেমেনোস ও স্থানীয় বাস্তবায়নকারী অংশীদার এফডিএস বাংলাদেশ লিমিটেড-এর সাথে এ বিষয়ে একটি চুক্তি করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ