Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হলে ব্রিফিংয়ের প্রয়োজন হতো না

প্রতিবাদী নাগরিক সভায় আমীর খসরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার সুঠিক চিকিৎসা হলে সংবাদ সম্মেলনের প্রয়োজন হতো না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাসপাতালে প্রেস ব্রিফিং করার কথা? চিকিৎসা হলে কি প্রেস ব্রিফিং লাগে? মানুষ কী এমন বোকা? রোগী আর রোগীর আত্মীয়-স্বজন এমন বোকা? বাংলাদেশে এখন সবাই সরকারের লোক। সবাই এখন একই কথা বলে, চিকিৎসক থেকে শুরু করে সবাই এখন একই কথা বলে। ওনাদের প্রেস কনফারেন্সের কোনও মূল্য নাই। বাংলাদেশের মানুষের কাছে এসব প্রেস কনফারেন্সের কোনও মূল্য নাই। তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নাই। গতকাল (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার কথা। চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোনও প্রয়োজন ছিল না। কেন সরকার রাজনীতি করছে? তারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, মিথ্যা কথা বলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলছে।

ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার ভারতের কাছে স্বার্থ বিসর্জন দিয়েছে এমন দাবি করে তিনি বলেন, বাংলাদেশে যাদের ভোটের দরকার নেই, জনগণের কাছে যাওয়ার দরকার নেই তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কেন দেখবে? তারা সেই কাজটিই করেছে। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের গণতান্ত্রিক নেতারা জেল থেকে এমনিতেই বের হননি। সংগ্রামের মাধ্যমে, একতার মাধ্যমে তারা বের হয়েছেন। আমাদেরও সংগ্রাম করতে হবে।
সংগঠনটির সভাপতি হুমায়ুন করিব ব্যাপারির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, শিরিন সুলতানা প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ