Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ পুনঃতফসিল সার্কুলার রিটের রায় রোববার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

খেলাপি ঋণের ২ শতাংশ পরিশোধ করে ১০ বছরের জন্য পুন:তফসিলের সুবিধা প্রদান সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের রায় আগামি রোববার। দীর্ঘ শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। টানা ত্রয়োদশ কার্যদিবস শুনানি হয় রুলের। ‘রিটকারী হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’র পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ, বাংলাদেশ ব্যাংকের পক্ষে অ্যাডভোকেট মুনিরুজ্জামান, ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (বিএবি)র পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউ.সি, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, অ্যাডভোকেট শামীম খালেদ, দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন। শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা থেকেই দুর্নীতি দমন কমিশন নামক স্বশাসিত স্বাধীন কমিশনটির প্রতিষ্ঠা। দুদক আইনের ঘোষণাতেই রয়েছে যে, প্রতিষ্ঠানটি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু প্রতিষ্ঠানটি তার ভূমিকা যথাযথভাবে পালনকরছে না। তবে বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স এসোসিয়েশন, দুর্নীতি দমন কমিশন প্রায় অভিন্ন যুক্তি তুলে ধরেন। তারা বিভিন্ন দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ২ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধ করে দশ বছরের জন্য পুন:তফসিলের সুবিধা প্রদানের সিদ্ধান্ত সরকারের নীতি নির্ধারণী বিষয়। খেলাপি ঋণ আদায়ের কৌশল হিসেবেই বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ