Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়রা বন্দরে কয়লা নিয়ে আফ্রিকান জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

২০ হাজার ৭২০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে দ্বিতীয়বারের মতো নোঙ্গর করেছে ইন্দোনেশিয়ার বালিকপাপান কোল টার্মিনাল থেকে ছেড়ে আসা আফ্রিকান পতাকাবাহী জাহাজ এমভি ওলডেনডরফ। গতকাল সকাল ১১টার দিকে পায়রা বন্দরের মাধ্যমে পণ্য খালাসের জন্য পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিপিসিএলর জেটিতে কয়লাবাহী এই জাহাজটি নোঙ্গর করে।

কয়লাবাহী জাহাজটি জেটিতে নোঙ্গর করার সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, চেয়ারম্যান (পিডিবি) খালেদ মাহমুদ, ম্যানেজিং ডাইরেক্টর (বিসিপিসিএল) খোরশেদ আলম, যুগ্ম সচিব নূর আলম, বিসিপিসিএলর প্রকল্প পরিচালক গোলাম মাওলাসহ পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিপিসিএলর প্রকল্প পরিচালক গোলাম মাওলা জানান, বিসিপিসিএলর নির্মাণাধীন জেলার কলাপাড়ার ধানখালীতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কাজে এ কয়লা ব্যবহৃত হবে। বিদুৎ কেন্দ্র ডিসেম্বরে উৎপাদনে গেলে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই কয়লাবাহী জাহাজ আসবে।
পায়রা পোর্ট কর্তৃপক্ষ আরও জানায়, ২০১৬ সালের ১৩ আগস্ট অত্যাবশ্যকীয় সুবিধার মধ্যে সীমিত পরিসরে এই পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্দরে আসা পণ্য খালাসের জন্য আরও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও একটি কয়লা টার্মিনাল নির্মাণ প্রকল্প (পিপিপি পদ্ধতিতে) অনুমোদনের চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্বিতীয়বারের মতো কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে আসায় বন্দরের ভাবমূর্তি বর্হিবিশ্বে উজ্জ্বল হলো। এ পর্যন্ত মোট ৩৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ