পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কল্যাণ তহবিলের নামে ব্যাংকে গচ্ছিত স্থায়ী ও সঞ্চয়ী আমানতের সুদ আয়কে আয়কর প্রদান থেকে তিন বছরের জন্য অব্যাহতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত স¤প্রতি এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কল্যাণ তহবিলের নামে ব্যাংকে গচ্ছিত স্থায়ী ও সঞ্চয়ী আমানতের সুদ আয়কে ওই অর্ডিন্যান্সের অধীন অরোপীয় আয়কর প্রদান হতে শর্তসাপেক্ষে তিন বছরের জন্য অব্যাহতি প্রদান করল। শর্তে বলা হয়, এই প্রজ্ঞাপনের মাধ্যমে কর অব্যাহতিপ্রাপ্ত সম্পূর্ণ আয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারী, তাদের স্বামী বা স্ত্রী, সন্তান ও পিতা-মাতার চিকিৎসাসহ অপ্রত্যাশিত আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে ব্যবহার করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।