Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১ ও ২ নভেম্বর

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

আগামী ১ ও ২ নভেম্বর শুক্রবার, শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জন্য ২৮টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১৩৫০টি পদের জন্য ৬৮ হাজার ৭৪৩জন পরীক্ষায় অংশ নিচ্ছে। অর্থাৎ প্রতি পদের বিপরীতে ৫১জন পরীক্ষার্থী। ১ ও ২ নভেম্বর নোয়াখালী সদর ও বেগমগঞ্জের ৩৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

নোবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. দিদার উল আলম ইনকিলাবকে জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা কাজ করছে। এছাড়া নোয়াখালী জেলা প্রশাসন সর্বাতœক সহযোগীতা দিচ্ছে। আশা করি সকলের সহযোগীতায় অতীতের ন্যায় এবারও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ