Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাকা ও বিদেশি মদসহ ৫ যুবক আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় নগদ ৫৫ হাজার পাঁচশত টাকা, ৭৫ বোতল বিদেশি মদসহ ৫ যুবক আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

গতকাল রোববার ভোর পাঁচটায় আনোয়ারা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, পারকি বিচ দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি দুধকুমড়া এলাকার হাজী দলিলুর রহমানের পুত্র মো. জামাল হোসেন (৩২), নুরুজ্জামানের পুত্র নুর কবির (২৭), আবদুর রহিমের পুত্র নুর নবী (২৫), বাঁশখালী পশ্চিম চাম্বল বহদ্দার বাড়ির জাকির হোসেনের পুত্র মোহাম্মদ আশিক (২৪), বোয়ালখালী পশ্চিম গুমদন্ডী এলাকার মোহাম্মদ রফিকের পুত্র মো. জিল্লুর রহমান (৩২)।
পুলিশ জানায়, আটক প্রাইভেটকার থেকে নগদ ৫৫ হাজার ৫ শত টাকা ও ইতালীর তৈরি ২০ বোতল ভূট্টকা, ইউকে তৈরি ৫৫ বোতল রাইট লেভেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, এলাকায় নানা অপরাধমূলক কর্মকা-ের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ