পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাজীপুরের শ্রীপুরে ১৮ দিনের শিশু ছেলে আব্দুল্লাহ আল মাহাদিকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছে বাবা। গতকাল রোববার ভোরে পৌর এলাকার ভাংনাহাটি সিআরসি কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাদি উপজেলার তেলিহাটি ইউনিয়নের নগর হাওলা গ্রামের বিজয় হাসানের ছেলে। এ ঘটনায় পাষন্ড পিতা বিজয় হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত দেড় বছর আগে ভাংনাহাটি গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মুন্নির সাথে গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের শামসুল হকের মাদকাসক্ত ছেলে বিজয় হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল। মুন্নি গর্ভবতী হওয়ার পর থেকেই বিজয় তার বাচ্চার দরকার নেই বলে প্রায় সময় হুমকি দিত। যার দরুন মুন্নি তার বাবার বাড়িতে চলে যান।
গত ৯ অক্টোবর মুন্নি একটি প্রাইভেট ক্লিনিকে শিশুপুত্র জন্ম দেন। না রাখা হয় আব্দুল্লাহ আল-মাহাদি। গত শনিবার রাতে নানী ও তার মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে ঘর থেকে নিয়ে বিজয় বালতিতে চুবিয়ে হত্যা করে। পরে মুন্নি তার শিশু বাচ্চাকে ঘরে না পেয়ে বারান্দার বালতির পানিতে পড়ে থাকতে দেখে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার এসআই নাজমুল সাকিব জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় শিশুর পিতা বিজয় হাসানকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।