পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ এখন ইতিহাস। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ফেসবুকে স্ট্র্যাটাস দিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতার পৈচাশিক নির্যাতনে নিহতের পর ‘আবরার’ নামটি এখন দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। এই নাম আলোচিত হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াও। খুদিরাম, আসাদ, নূর হোসেনের মতো ‘আবরার’ নাম ইতিহাসে যায়গা করে নিয়েছেন। ‘আবরার’ যখন মানুষের মুখে মুখে; তখন কাকতালীয় নাকি অলৌকিকভাবে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থানসহ ১৭ জন ছাত্র মেধা তালিকায় রয়েছেন যাদের সবার নাম আবরার। অবশ্য এদের দু’জন রয়েছেন অপেক্ষমান তালিকায়।
ছাত্রলীগের কয়েকজন উশৃংখল নেতার হাতে নিহত মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন চলার সময়ই গত ১৪ অক্টোবর শোকার্ত বুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুয়েট ভর্তি পরীক্ষায় এবারের প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীর নাম কাজী আবরার মাহমুদ। অর্থাৎ আবরার! শুধু তাই নয় ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় নির্বাচিত শিক্ষার্থীদের মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী আবরার ছাড়াও আরো ১৬ জন রয়েছেন যাদের সবার নাম আবরার। এদের মধ্যে মেধা তালিকায় ১৫ জন, আর অপেক্ষমাণ তালিকায় রয়েছেন দুজন। সবার নামের আগে পিছে ভিন্ন কিছু থাকলেও ‘আবরার’ শব্দ কমন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি বেশ সাড়া ফেলেছে। অনেকেই বলছেন, এটা অলৌকিক, কেউ বলছেন কাকতালীয়। আবার কেউ বলছেন একই নামে একাধিক শিক্ষার্থী থাকা অস্বাভাবিক কিছু না।
বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথমস্থান অধিকারী কাজী আবরার মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি স্থাপত্য অনুষদের জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও যারা মেধাতালিকায় নির্বাচিত হয়েছেন-আবরার আল শহীদ আবির (৬৬তম), আবরার মো. মাহির (৮২তম), আবরার মাহমুদ (১৯৩তম), কাজী আবরার মাহমুদ (২৪২তম) মো. আবরার জাহিন (২৯২তম), আবরার ফাইয়াজ ইরাম (৩০১তম), আবরার জাহিন নিলয় (৩১৪তম), মো. আবরার জাহিন চৌধুরী (৩৪৫), আবরার মিশকাত (৪৭৮তম), আবরার আহমেদ (৬৭০তম), আবরার ফাইয়াজ মাহবুব নাশিক (৭৪৮তম), আবরার হামিম মাসিহ (৮৪৭তম), মোস্তফা আবরার মাহির (৯১৪তম), আবরার বিন সালাহ উদ্দিন (৯৩০তম)। এ ছাড়াও অপেক্ষমাণ তালিকায় নির্বাচিত হয়েছেন মো. মাহির আবরার খান (১০৫৪তম) ও আবরার আবদুল্লাহ দিয়াম (১০৭২তম)।
চলতি বছর বুয়েটের ১২টি বিভাগে ১০৬০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১২১৬১ প্রার্থী। গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।