Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রেস ব্রিফিংয়ে প্রবাসী মন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবার আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশটির শ্রমবাজার চালু হলে প্রথম বছরেই দেড় থেকে দুই লাখ কর্মী যাবে। আগামী ৬ নভেম্বর মালয়েশিয়ার পুত্রাজায়ায় উভয় দেশের মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। দেশটিতে মাইজির নিবন্ধিত প্রায় ৫০ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেয়ার বিষয়টি বিবেচনা করার জন্য দাবি তুলবেন বলে জানান মন্ত্রী।

পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের রাজধানী ভিক্টোরিয়াতে সে দেশে বাংলাদেশি জনশক্তি রফতানির বিষয়ে গত ২১ অক্টোবর উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষ্যে গতকাল রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেসব্রিফিংয়ে প্রবাসী মন্ত্রী একথা বলেন। এতে প্রবাসী সচিব মো. সেলিম রেজা , বিএমইটির মহাপরিচালক শামসুল আলম ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাস উপস্থিত ছিলেন।

সিশেলসের দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ পক্ষে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এবং সিশেলস সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিশেলস এর এমল্পয়মেন্ট ইমিগ্রেশন ও সিভিল স্ট্যাটাস মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ মারিয়াম তেলেমাক।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবর মাসে সিশেলস সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া সাময়িক বন্ধ রেখেছিল। এরপর উচ্চ অভিবাসন ব্যয় হ্রাসসহ একটি সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় সিশেলস এ কর্মী প্রেরণের লক্ষ্যে উভয় দেশ শ্রম সহায়তা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ ব্যক্ত করে। স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ পক্ষে শুধুমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি রিক্রুটমেন্ট এজেন্ট হিসেবে বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সিশেলস এ কর্মী রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পাদন করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ