Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ১০ টন পলিথিন জব্দ ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরিবেশ অদিদপ্তরের অভিযান শুরু হয়েছে। এবার পরিবেশ অধিদপ্তর রাজধানীর দুই কারখানা ও একটি গুদামে অভিযান চারিয়ে ১০ টন পলিথিন জব্দের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে সম্প্রতি পুরান ঢাকার চকবাজারের ওয়াটার ওয়ার্কস এলাকার দুইটি কারখানা ও একটি গুদামে অভিযান চালানো হয়। উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন বলেন, অভিযানে আনুমানিক ১০ টন পলিথিন ও প্লাস্টিকের দানা জব্দ করা হয়। পরে কারখানা ও গুদামের মালিকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের ‘মারাত্মক’ ক্ষতি হচ্ছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট-বড় শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ