Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কাউন্সিলরদের অপকর্মের দায় ডিএনসিসি নেবে না’

সুধী সমাবেশে আতিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি কর্পোরেশন নেবে না। যার যার অপকর্মের দায় তাকেই নিতে হবে। গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য আমার দুঃখ হয়। আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলদারী করে থাকে আইনশৃঙ্খলা-বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখানে সিটি কর্পোরেশনের কিছু বলার নেই।

মেয়র বলেন, ফুটপাত উচ্ছেদ করতে গেলে ৯৯ ভাগ লোক খুশি হলেও এক ভাগের কম লোক অখুশি হয়। তারা ফুটপাতে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টানিয়ে নেয়। আমাদের অবস্থান পরিস্কার, আমরা ফুটপাত দখলকারীদের প্রশ্রয় দেব না। তিনি বলেন, নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন, সেজন্য ডিএনসিসির পক্ষ থেকে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের নাম ঠিকানা আমরা গোপন রাখব। পরে তাদের অভিযোগ খতিয়ে দেখতে পুলিশের কাছে পাঠাব। পুলিশ তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অপরাধ, জঙ্গিবাদ, মাদকের ব্যবহার কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে এক্ষেত্রে সহায়তা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান আতিক। কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ।

সভায় ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন গুলশান ও আশপাশের এলাকার সড়কে সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান। তিনি বলেন, বাড্ডা, ভাটারা, কালাচাঁদপুর, মহাখালী এলাকার সড়কে সিসি ক্যামেরা নেই। এসব এলাকায় সিসি ক্যামেরা বসালে চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

সুধী সমাবেশে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, সরকারি তিতুমীর কলেজের প্রিন্সিপাল আশরাফ আলম, পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের আগে গুলশান ১ নম্বর সার্কেল থেকে শোভাযাত্রা শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজে গিয়ে শেষ হয়। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ