Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরে ফিরেছে লঘুচাপ

বৃষ্টিপাত হ্রাস : তাপমাত্রা বৃদ্ধির আভাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বঙ্গোপসাগরে ফিরেছে লঘুচাপটি। আবহাওয়া বিভাগ জানায়, ভারতের ওডিশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান শেষে লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর সক্রিয় প্রভাবে গতকাল শনিবারও দেশজুড়ে বৃষ্টিপাত হয়েছে। হেমন্তের গোড়াতে তথা কার্তিকের এই অসময়ের বৃষ্টিপাতে বর্ষাকালীন অবস্থা তৈরি হয়।
সেই সাথে দেশের উত্তর জনপদ, পাহাড়ি এলাকাসহ অনেক স্থানে ভোর থেকে সকাল অবধি হালকা কুয়াশা পড়ছে। রাতে শীতের আমেজ রয়েছে।

টানা কয়েকদিনের বর্ষণের ফলে তাপমাত্রার পারদও ছিল নিচের দিকে। তবে আজ (রোববার) থেকে বৃষ্টিপাতের মাত্রা হ্রাস, প্রধানত শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ময়মনসিংহে ৮২ মিলিমিটার। এ সময় ঢাকায় ২৫, টাঙ্গাইলে ৬৫, স›দ্বীপে ২০, ফেনীতে ৩৬, সিলেটে ৭০, রাজশাহীতে ২২, বগুড়ায় ৬০, রংপুরে ৪, খুলনায় ৩২, বরিশালে ৩০, কুমারখালীতে ৬১, নেত্রকোনায় ৭৯, শ্রীমঙ্গলে ৪৭, যশোরে ১৩, ভোলায় ২২ মি.মি.সহ প্রায় সারাদেশে বৃষ্টিপাত হয়। চট্টগ্রামে বিক্ষিপ্ত ও স্বল্প বৃষ্টি ঝরেছে।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৫ এবং সর্বোচ্চ কুতুবদিয়ায় ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৬.৮ এবং সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সে.।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সে. বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ