পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অভয়নগর উপজেলার এমপিওভুক্ত রাজ টেক্সটাইল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়টি এবারও নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্তিতে স্থান পেয়েছে। মাধ্যমিক স্তরের এমপিওভুক্তির আবেদন করা হলেও নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসেবে পুনরায় এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
রাজটেক্সটাইল নি¤œমাধ্যমিক বিদ্যালয়সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ২০০৪ সালে নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিওভুক্তির স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টিকে মাধ্যমিক স্তরের এমপিওভুক্তির জন্য আবেদন করা হলেও অজ্ঞাত কারণে নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসেবে আবারও এমপিওভুক্তিতে স্থান পায়। যার ফলে বিদ্যালয়টির মাধ্যমিক স্তরে চাকুরিরত শিক্ষক-কর্মচারীদের মাঝে আনন্দের পরিবর্তে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সুফিয়া খাতুন দৈনিক ইনকিলাবকে জানান- বিদ্যালয়টিকে মাধ্যমিক স্তরের এমপিওভুক্তির জন্য আবেদন করা হলেও হয়তবা ভুলবশত: আবারও নি¤œমাধ্যমিক স্তরের এমপিওভুক্তিতে স্থান পেয়েছে। অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে এ ব্যাপারে সংশোধনীর জন্য আবেদন করা হবে।
বিষয়টি সম্পর্কে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান- এবারের এমপিওভুক্তিতে উপজেলার শেখ আবদুল ওহাব মডেল কলেজ, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়টি এমপিওভুক্তিতে স্থান পেয়েছে। আর ভুলবশত: রাজটেক্সটাইল নি¤œমাধ্যমিক বিদ্যালয়টি মাধ্যমিক স্তরের এমপিওভুক্তির পরিবর্তে নি¤œমাধ্যমিক বিদ্যালয় হিসেবে পুনরায় এমপিওভুক্তিতে স্থান পেয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।