পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজশাহী মহানগরীর নাদের হাজির মোড় এলাকায় আরএমপির গোয়েন্দা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে আজাহার উদ্দিন (২৭) এবং মহানগরীর ছোটবনগ্রাম মহল্লার রাস্তম আলীর ছেলে আবদুল মমিন (৩৩)। এদের কাছ থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলবার, ২০০ গ্রাম হেরোইন এবং ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন জানান, আজাহার ও মমিন অস্ত্র ও মাদক নিয়ে প্রাইভেটকারে চড়ে যাচ্ছিলেন। নাদের হাজির মোড়ে থামানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারের গতিরোধ করা হয়।
এরপর আজাহার ও মমিনকে আটক করে তল্লাশি করা হলে তাদের দুজনের কাছে দুটি অস্ত্র পাওয়া যায়। পরে প্রাইভেটকারে তল্লাশি করা হলে মেলে দুই প্যাকেট হেরোইন এবং ২০০ বোতল ফেনসিডিল। এরপর প্রাইভেটকারসহ তাদের নগর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজাহার ও মমিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘ দিন ধরেই তারা এ কারবারে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় অস্ত্র এবং মাদক নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।