Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপুল পরিমাণ অবৈধ মদ-ফেনসিডিল জব্দ

গুলশানের ওয়্যার হাউজে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর গুলশান-২ এর ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউজ লিমিটেড-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদের বোতল ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে ওয়্যারহাউজটি সিলগালা করা হয়। গত বৃহস্পতিবার রাতে অভিযান শেষে এসব কথা বলেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। র‌্যাব ও ঢাকা কাস্টমস বন্ড যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

র‌্যাব সূত্র জানায়, বৃহস্পতিাবর রাত সাড়ে ৮টা থেকে অভিযান শুরু হয়ে ১২টার পর পর্যন্ত চলে। অভিযানকালে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ থেকে ৩৮৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও নগদ ৭ লাখ টাকা জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউজ থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে মদের বোতল সরবরাহ করা হতো। এছাড়াও এখানে ফেনসিডিল রাখার কোনও নিয়ম নেই। এরপরও তারা নির্ধারিত মজুদের বেশি মদ ও অবৈধ ফেনসিডিল অন্যত্র সরবরাহের জন্য মজুদ রাখে। যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, নিয়মানুযায়ী শুধুমাত্র ডিপ্লোমেটদের কাছে মদ বিক্রির বিধান রয়েছে। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন ক্লাবগুলোতেও মদ সরবরাহ করে আসছিলো। অভিযান শেষে এসব অবৈধ মদ ও ফেনসিডিল জব্দ করাসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ