পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বুয়েট ছাত্র আবরার হত্যা, ভোলায় নৃশংস হত্যাকা-, ক্যাসিনোর উদ্ভব, দেশের স্বার্থবিরোধী চুক্তি আর চুরির মহোৎসব সরকারের নতজানু রাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমÑপীর ছাহেব চরমোনাই। গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পীর ছাহেব চরমেনাই বলেন, দেশ আজ অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে যুগযুগ ধরে অমীমাংসিত তিস্তা চুক্তির বিষয়টি উপেক্ষা করে দেশের স্বার্থবিরোধী যে সকল চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তা বাংলাদেশের সচেতন নাগরিকগণ মেনে নিতে পারেনা। এ সকল দুরাবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত উন্নত ও কল্যাণ রাষ্ট্র গড়তে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও বলেন তিনি। পীর ছাহেব চরমোনাই সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান।
সভার সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল মহানগর সভাপতি মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমÑশায়েখে চরমোনাই বলেন, বরিশাল মহানগরীতে অধিকহারে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে, এটা কোন জনদরদি মেয়রের মাধ্যমে আমরা আশা করি না। সুতরাং বরিশাল সিটির জনসাধারণের দিকে তাকিয়ে অত্যাধিকহারে ট্যাক্স আরোপের সিদ্ধান্ত থেকে সিটি কর্পোরেশনকে ফিরে আসতে হবে বলেও জানান তিনি।
শায়খ চরমোনাই বলেন, বরিশালের বিগত ও বর্তমান জনপ্রতিনিধিগণ বরিশালবাসীর সাথে বারবার প্রতারণা করেছেন। যার প্রমাণ বরিশালের রাস্তাঘাটসহ সামগ্রিক উন্নয়নের দূরাবস্থা। আমরা আশাবাদী, আগামীদিনে বরিশালবাসী প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তিদের বয়কট করে নীতিবান, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব বেছে নেবেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা হরণের ঘোষণা দিয়েছে সরকার দলীয় ছাত্র সংগঠন- ছাত্রলীগ। তিনি বরিশালের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার পর বরিশালবাসী বারবার প্রতারণার স্বীকার হয়েছে। এ সকল প্রতারকদের থেকে পরিত্রাণ পেতে এবং সমৃদ্ধ বরিশাল গড়তে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখ চরমোনাইকে আপনাদের নেতা নির্বাচন করুন। তিনি আপনাদের আশা-আকাঙ্খা ও প্রতিশ্রুতি রক্ষায় শতভাগ সফল হবেন ইনশাআল্লাহ।
দলের বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় সদস্য সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেছার উদ্দিনসহ অনান্য নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।