Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর অবশিষ্ট জমিতে মিলিটারি ফার্ম করবে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

পদ্মাসেতু নির্মাণের পর অবশিষ্ট জমি ব্যবহারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেখানে কম্পোজিট মিলিটারি ফার্ম করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সেতু কর্তৃপক্ষ। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বনানীস্থ সেতু ভবনের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তারাও এতে অংশ নেন। অনুষ্ঠানে সেতু কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে সই করেন সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. রেজাউল হায়দার ও সেনাবাহিনীর পক্ষে সই করেন সেনা সদর দপ্তরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরের (কিউএমজি শাখা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ।

অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নের্তৃত্বে শক্তিশালী টিম ওয়ার্কের ফসল পদ্মাসেতু। সেতু নির্মাণের পর যে ২ হাজার ১৫৮ একর জায়গা অবশিষ্ট থাকবে, তা সুষ্ঠু ব্যবহারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেখানে কম্পোজিট মিলিটারি ফার্ম করবে সেনাবাহিনী।

তিনি বলেন, এ প্রকল্পে সাত হাজার প্রাণীর ডেইরি ফার্ম স্থাপনের মাধ্যমে প্রতিদিন ৬০ হাজার লিটার দুধ ও বছরে ৫ লাখ ৪০ হাজার কেজি মাংস উৎপাদন করা হবে। এতে দেশে আমিষের ঘাটতি পূরণ হবে।
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকার সেনাবাহিনীর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবো। সেনাপ্রধান হিসেবে এটা আপনাদের আশ্বস্ত করছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ