Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে যাত্রীর প্যান্টে আড়াই কেজি স্বর্ণ

৮৫ লাখ টাকার পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম


 ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপি)। আটক যাত্রীর নাম আরমান হোসেন। গতকাল বুধবার দুপুরে তাকে আটক করা হয়। স্বর্ণের বারগুলো প্যান্টের ভেতর বিশেষ কায়দায় সেলাই করে রাখা ছিল। উদ্ধার সোনার বারের মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, আরমান জেদ্দা থেকে সিলেট হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৩৬ ফ্লাইটে দুপুর পৌনে ২টায় ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে এপবিএন কার্যালয়ে এনে তল্লাশি করলে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় রাখা বারগুলোর হদিস পাওয়া যায়। পরে প্যান্টের বেল্টের নিচে ওয়েস্ট ব্যান্ডের ভেতর বিশেষ কায়দায় সেলাই করে রাখা অবস্থায় ২০টি বার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ। জিজ্ঞাসাবাদে আরমান জানায়, রূপম নামে এক ব্যক্তি বিমানের মধ্যে তাকে এসব স্বর্ণ দিয়েছে। আরমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, পৃথক একটি অভিযানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ, সিগারেট, ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছেন ঢাকা কাস্টম হাউস। গতকাল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ফ্লাইট নম্বর এসভি-৮০২ এর যাত্রী মো. হালিম, মো. ডালিম ও মো. কাসেমকে তল্লাশি করে পণ্যগুলো পাওয়া যায়। জব্দকৃত পণ্যের মধ্যে ৯০০ গ্রাম স্বর্ণ, ১০ হাজার পিস বিদেশি ওষুধ, ৩০টি মোবাইল ফোন ও ৮৩২ কার্টন বিদেশী সিগারেট রয়েছে। এসব পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ