পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের বন্দরে এক গার্মেন্টসকর্মী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কুঁড়িপাড়া খালপার এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কুঁড়িপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে ছগির (২২) ও একই এলাকার মৃত আকবর আলীর ছেলে আরমান (২০)। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে গতকাল সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই গার্মেন্টসকর্মী বন্দরের কুঁড়িপাড়া খালপাড় রাস্তার পাশে জনৈক রনির পরিত্যক্ত ঘরের কাছে পৌঁছালে গ্রেফতারকৃতরা পেছন থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক ওই গার্মেন্টসকর্মীকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং তার পরিধেয় ওড়না দিয়া মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।
মেয়েটি অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে কান্নাকাটি করে এবং তার পরিবারকে ঘটনার বিস্তারিত জানায়। মেয়ের কাছ থেকে সব শুনে তার বাবা বিচারের দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুলের স্মরণাপন্ন হন। তিনি ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। গতকাল সকালে নারায়ণগঞ্জ দেড়শ’ শয্যা জেনারেল হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।