Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঘুচাপ হচ্ছে ঘনীভূত বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ভারতের উত্তর তামিলনাড়–-দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল এলাকায় গতকাল (মঙ্গলবার) একটি লঘুচাপ সৃষ্টি হয়। এটি সর্বশেষ গতকাল সন্ধ্যা নাগাদ কিছুটা ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও ঘনীভ‚ত হতে পারে। তবে সমুদ্র বন্দরসমূহকে আপাতত কোনো সতর্ক সঙ্কেত দেখানো হয়নি। গতকাল ঢাকাসহ দেশের কয়েক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হয়েছে।
অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে কয়েকটি নিম্নচাপ সৃষ্টি এবং এরমধ্য থেকে ঘনীভ‚ত হয়ে এক বা একাধিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল। ইতোমধ্যে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্কের পূর্বাভাসে বলা হয়, একটি সামুদ্রিক ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে শিগগিরই। দক্ষিণ ভারতের উপক‚ল বরাবর তেমনটি ঘনঘটা তৈরি হয়েছে।
এদিকে নবান্নের বারতা নিয়ে কার্তিক মাস প্রথম সপ্তাহ অতিক্রম করছে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশে সার্বিকভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের কয়েক স্থানে বিক্ষিপ্ত হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ঢাকায় ১৬ মিলিমিটার। তাছাড়া শ্রীমঙ্গল, ফরিদপুর, নিকলি, স›দ্বীপ, কুমিল্লা, সাতক্ষীরা, পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২১.৩ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩২.৬ এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সে.। আজ (বুধবার) সারাদেশে তাপমাত্রা প্রায় অপবিবর্তিত থাকতে পারে।
আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে আবহাওয়ার তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ