পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলার সংঘর্ষের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন।
সুপ্রিমকোর্ট বারের অ্যাডভোকেট রনিউল ইসলাম ভোলায় সংঘটিত সংঘর্ষ এবং চার জন নিহত হওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিতে আনেন। তিনি ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চান। তখন উক্ত বেঞ্চের এক বিচারপতি বলেন, ‘ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এত বড় ঘটনা গেল। এটি রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। ইতিমধ্যেই প্রশাসন পদক্ষেপ নিয়েছে। আমরা এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এ সময় সরকারপক্ষের ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আর মাহমুদ প্রশাসনের গৃহিত পদক্ষেপ তুলে ধরেন। আদালত থেকে বেরিয়ে অ্যাডভোকেট রনিউল ইসলাম বলেন, ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে এনে বিচার বিভাগীয় কমিটি গঠনের নির্দেশনা চেয়েছি। আদালত কোনো আদেশ দেননি। পুলিশ দাবি করেছে, তারা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে গুলি চালিয়েছে। অথচ ঘটনাস্থলে কোনো ম্যাজিস্ট্রেটই ছিলেন না। আমরা দেখেছি, জনতার হাতে লাঠিসোঁটা ছিল না। তাহলে দুইজনের মরদেহে ভোঁতা অস্ত্রের আঘাত করা হলো কিভাবে? এসব কারণে বিষয়টি নিয়ে আমরা আদালতের নির্দেশনা চেয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।