Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির এমপি হারুনের পাঁচ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

শূল্কমুক্ত কোটায় গাড়ি আমদানি করে পরে তা বিক্রি করে দেয়ার অভিযোগে বিএনপি’র এমপি হারুন উর রশীদকে ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। রায়ে কারাদন্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা অর্থদন্ডও দেয়া হয়। রায়ে দন্ডাদেশ দিয়ে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আদালত সূত্র জানায়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণার পর পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। হারুন উর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি। মামলার অপর দুই আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (চ্যানেল ৯ এর এমডি) ২ বছর সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ইশতিয়াক সাদেককে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৪০ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। উভয় আসামি পলাতক রয়েছেন। বিচারক তাদের বিরুদ্ধেও সাজা পরোয়ানা জারি করেন। আদালত সূত্র আরো জানায়, হারুন উর রশিদ জোট সরকারের সময় ২০০৫ সালে ব্রিটেন থেকে একটি হামার ব্র্যান্ডের গাড়ি শুল্কমুক্ত সুবিধায় কেনেন। গাড়িটি তিনি পরে আরেক আসামি ইশতিয়াক সাদেকের কাছে ৯৮ লাখ টাকায় বিক্রি করেন। সাদেক গাড়িটি চ্যানেল নাইনের এমডি এনায়েতুর রহমান বাপ্পীর কাছে বিক্রি করেন। নিয়ম অনুযায়ী শুল্কমুক্ত গাড়ি ৩ বছরের মধ্যে বিক্রি করলে শুল্ক দিতে হয়। কিন্তু হারুন শূল্ক না দিয়ে বিশ্বাস ভঙ্গ করেন। এই অভিযোগে ২০০৭ সালের ৭ মার্চ উপ-পরিদর্শক ইউনুছ আলী তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর একই বছর ১৮ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ