পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি
মহানবী (সা.) কে কটূক্তিকারীর শাস্তির দাবিতে ভোলার বোরহানউদ্দীনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বর্বরোচিত হামলা চালিয়ে ৪ জনকে শহীদ এবং শতাধিক মুসলমানদের আহত করার প্রতিবাদে হাটহাজারী বড় মাদরাসায় হেফাজণ আমিরের কার্যালয়ে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হেফাজণ ইসলাম বাংলাদেশের আয়োজনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আজ বাদ জোহর হাটহাজারী উপজেলা ছাড়া বাংলাদেশের সকল জেলা শহরে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। ব্রিফিংয়ে হেফাজতের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার, ভোলায় পুলিশের গুলিতে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার, শহীদদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার, নির্বিচারে গুলি চালানো অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার এবং আটক তৌহিদী জনুাদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে পরর্বুীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
বক্তব্য রাখেন, হেফাজতের মহাসচিব আলামা জুনাইদ বাবুনগরী, এসময় নায়েবে আমীর মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরি, মাও. জিয়াউল হাসান জিয়া, সাবেক হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা ছফিউল্লাহ,মাও.জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা হাফেজ ফয়সাল, মাওলানা ইমরান সিকদার, মাওলানা কারী মুবিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।