পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম বিমানবন্দর-বারিক বিল্ডিং সড়ক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। গতকাল রোববার সিটি কর্পোরেশনের ৫১তম সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সভায় মেয়র বলেন, চট্টগ্রাম বিমানবন্দর সড়ক নান্দনিক সাজে সাজানো হচ্ছে। ৪১ কোটি টাকা ব্যয়ে এ রোডের উন্নয়ন কাজ চলছে। এছাড়া বিউটিফিকেশন কার্যক্রমের মধ্যে রয়েছে নৌকার উপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল। দৃষ্টিনন্দন স্থাপনাটি এ বিমানবন্দর দিয়ে আসা দেশ-বিদেশের অতিথিদের স্বাগত জানাবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।
মেয়র নাছির বলেন, বিমানবন্দর সড়কের তিনটি সেতুকে ঘিরে ব্যাপক সৌন্দর্যবর্ধনের কাজ করছে চসিক। সেতুর ওপর এলইডি বাতি মুগ্ধ করছে দেশ-বিদেশের অতিথিদের। সড়ক বিভাজনকে সবুজ, রকমারি ফুল দিয়ে সাজানো হয়েছে।
সভায় চসিক প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী সমাবেশ
কল্পলোক আবাসিক নির্মাণ কন্ট্রাক্টর শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল কল্পলোক আবাসিকের মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গি, চাঁদাবাজ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, গ্রামগঞ্জ-শহর থেকে শুরু করে সারা দেশে মাদকের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে। মোহাম্মদ কামাল কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, পটিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরুণ চৌধুরী, সাবেক কাউন্সিলর জালাল উদ্দীন ইকবাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।