Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ

শপথ আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

হাইকোর্ট বিভাগে ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইনজীবী, জেলা জজ এবং সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার জেনারেল রয়েছেন। মহামান্য প্রেসিডেন্ট তাদের নিয়োগ দেন। গতকাল রোববার তাদের নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইনমন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তরা হলেন, কাজী এবাদত হোসেন, কেএম জাহিদ সারওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. মো. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, একেএম জহিরুল হক এবং মাহবুবুল ইসলাম। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় তাদের শপথ পড়ানোর কথা রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন সুপিমকোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মো. সাইফুর রহমান। নিযুক্ত অতিরিক্ত বিচারপতিগন যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করবেন। তাদের দক্ষতার ভিত্তিতে পরবর্তীতে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, হাইকোর্ট বিভাগে ৯৯ জন বিচারপতি রয়েছেন। অতিরিক্ত বিচারপতি নিয়োগদানের পর হাইকোর্ট বিভাগে এখন বিচারপতির সংখ্যা ১০৮ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ