Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুরে পাঁচতলা থেকে গৃহকর্মীকে ফেলে দেয়ার অভিযোগা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পাঁচতলা থেকে এক গৃহকর্মীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুলু আক্তার (৩০) নামে ওই গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গতকাল রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে রূপনগরের একটি ভবনের সামনের রাস্তা থেকে ভুলুকে উদ্ধারের পর প্রথমে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৪টার দিকে তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। তবে ঘটনা পুলিশ জানতে পারে গতকাল। ভুলু গাইবান্ধা সদর উপজেলা বলদীয়া গ্রামের মো. বদিয়ার মেয়ে। তার স্বামীর নাম নাজমুল। এ দম্পতির দুই শিশুসন্তান গ্রামের বাড়িতে থাকলেও তারা দুয়ারীপাড়া এলাকার একটি বস্তিতে থাকেন। ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, মেয়েটির অবস্থা ভেরি ক্রিটিক্যাল (খুবই গুরুতর)। তার শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার (ভাঙন) দেখা গেছে। এখনো কোনো কিছু বলা যাচ্ছে না।

বিকেলে রূপনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল বিকেল ৪টার দিকে ওই মেয়েটির পরিবার থেকে থানায় একটি অভিযোগনামা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখন মাঠে কাজ করছে। তার স্বজনরা অভিযোগ করেছেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে।

ভুলুর চাচাতো বোন সেলিনা জানান, ওই ভবনের পঞ্চম তলার একটি বাসায় তিন মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল ভুলু। প্রতিদিনের মতো শনিবার ভোর ৬টার দিকে সেই বাসায় কাজের জন্য গেলে দারোয়ান গেট খুলে দেন। এর ঘণ্টাখানেক পর বাড়ির সামনে রাস্তায় থাকা বালুর ওপর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তখন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সেলিনা বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, যে বাসায় ভুলু কাজ করে সেই বাসায় পুরুষ মানুষ একজনই ছিলেন, বাকিরা সবাই বেড়াতে গিয়েছিলেন। এখন দারোয়ান বলছেন, ভুলু উপর থেকে পড়ে গেছে। আমরা জানতে পেরেছি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ