Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

বোনকে মারধর থেকে রক্ষা করতে গিয়ে খুন হয়েছেন এক ভাই। ঘটনাটি ঘটেছে নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির যূগীচাঁদ লেনে গতকাল শুক্রবার দুপুরে। খুনের শিকার মো. হেলাল হোসেন (২০) পোশাককর্মী। তাকে খুনের অভিযোগে পুলিশ মো. রুবেল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে। সে অটোরিকশা চালক।

সদরঘাট থানার ওসি ফজলুর রহমান ফারুকী ইনকিলাবকে জানান, যূগীচাঁদ মসজিদ লেনে পাঁচতলা ভবনের দোতলায় তিন পরিবার মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকে। ওই বাসায় বসবাসরত রুবেলের দুই বোন এবং হেলালের এক বোন পোশাককর্মী।
এছাড়া পেশায় পোশাককর্মী আরও দুই বোন তাদের সঙ্গে থাকেন। জুমার নামাজের পর রুবেল বাসায় ঝগড়ার জেরে দুই বোনকে মারধর করছিল। এসময় হেলালের বোন বাধা দিতে গেলে রুবেল তাকেও ঘুষি মারে।

হেলাল তার বোনকে রক্ষা করতে গেলে রুবেলের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে হেলালকে ছুরিকাঘাত করে রুবেল।
চমেক হাসপাতালে নেওয়ার পথে হেলাল মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাসা থেকে রুবেলকে আটক করে এবং রক্তমাখা ছোরা উদ্ধার করে বলে ওসি জানিয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ