পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
তাজরিন ফ্যাশন লিমিটেডে অগ্নিকা-ে পুড়ে আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ফেডারেশনের আহ্বায়ক বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মো. মোস্তফা, মো. শামীম, জরিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, বহুজনের কাছে ধরণা দিয়েও তাজরিন ফ্যাশন অগ্নিকা-ে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এছাড়া ১১৩ শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। তারা অবিলম্বে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও হত্যাকারীদের বিচার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।