Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজরীন ফ্যাশনস ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

তাজরিন ফ্যাশন লিমিটেডে অগ্নিকা-ে পুড়ে আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। ফেডারেশনের আহ্বায়ক বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মো. মোস্তফা, মো. শামীম, জরিনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, বহুজনের কাছে ধরণা দিয়েও তাজরিন ফ্যাশন অগ্নিকা-ে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এছাড়া ১১৩ শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। তারা অবিলম্বে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও হত্যাকারীদের বিচার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

 

 



 

Show all comments
  • দীনমজুর কহে ১৯ অক্টোবর, ২০১৯, ১২:০৮ পিএম says : 0
    জাগো গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এগিয়ে যাও* নিয়োমতান্ত্রিক আন্দলন করো *এ আন্দলন তোমার অধিকার আদায়ের*ন্যায়সংগত ন্যায্যদাবী মেনে নেও নিতে হবে* ভাগ্যবিড়াম্বিত অধিকার বন্চিত ম্রত শ্রমিকদের খতিপুরন দেও দিতে হবে * দুনিয়ার মজদুর এক হও লড়াই কর *লড়াই ছাড়া মেহনতী জনতার মূক্তি নাই* এ লড়াই তোমার ভাতকাপড়ের* এ লড়াইয়ে তোমার জিততে হবে ***
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ