পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলোÑ আবদুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজি (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল তাদেরকে গ্রেফতার করে। গতকাল তাদেরকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার জঙ্গিরা পাশ্ববর্তী একটি দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ওই দেশের জঙ্গিদের সঙ্গে যৌথভাবে বোমা তৈরি ও অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিত বলে জানিয়েছে সিটিটিসি। এছাড়া তারা একে অপরের সঙ্গে এবং আন্তর্জাতিক বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ও প্রোটেক্টিভ টেক্সট দিয়ে যোগাযোগ রক্ষা করতেন।
সিটিটিসি সূত্র জানায়, উত্তরবঙ্গের একটি জেলা থেকে বাসে করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নব্য জেএমবির কয়েকজন সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করার জন্য ঢাকায় আসছে -এমন গোয়েন্দা তথ্যে সিটিটিসি গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকেই পুরনো জেএমবির সদস্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।