Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে বিচারকের অপসারণের দাবি আইনজীবীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কিশোরগঞ্জের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সোলায়মানকে অবিলম্বে অপসারণসহ বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কর্মবিরতি পালন করছে আইজীবীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল থেকে আদালতের আইজীবীরা কোনো কার্যক্রমে অংশ নেয়া থেকে বিরত রয়েছেন।

আদালতের এজলাসে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মীর মো. ইকবাল হোসেন বিপ্লব পেশকারের কাছ থেকে একটি মামলার নথি নিয়ে দেখাকে কেন্দ্র করে বিচারক মো. সোলায়মান ক্ষুদ্ধ হয়ে ওই আইনজীবীকে হাতকড়া পড়িয়ে আসামির কাঠগড়ায় উঠানোর নির্দেশ দেন। আইনজীবীকে হাতকড়া পড়িয়ে আসামির কাঠগড়ায় উঠানোর ঘটনায় উপস্থিত অন্যান্য আইনজীবীরা প্রতিবাদমুখর ও বিক্ষুদ্ধ হয়ে উঠেন। খবর পেয়ে অন্যান্য আদালত থেকেও আইনজীবীরা ছুটে আসেন এবং উক্ত বিচারকের অপসার চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ