Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসা বিন শমসেরসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের আরেক মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

জালিয়াতির মাধ্যমে গাড়ি বিক্রির অভিযোগে মুসা বিন শমসেরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সংস্থার পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

এজাহারে মূসা বিন শমসেরের সাথে আরো ৪ জনকে আসামি করা হয়। তারা হলেন, বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী (বর্তমানে ঝালকাঠি), গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমান, মূসা বিন শমসেরের শ্যালক মো. ফারুক-উজ-জামান ও কারনেট সুবিধায় গাড়ি আনা ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির।

মামলায় উল্লেখ করা হয়, কারনেট ডি পেসেজ সুবিধায় বিনা শুল্কে রেঞ্জ রোভার জিপ ব্রিটিশ পাসপোর্টধারী ফরিদ নাবির এনে বিক্রয় নিষিদ্ধ হওয়া সত্বেও অটো ডিফাইন ও ফিয়াজ এন্টারপ্রাইজের মালিক মো. ওয়াহিদুর রহমানের কাছে বিক্রি করেন। ওয়াহিদ সেটি মূসা বিন শমসেরের কাছে বিক্রি করা হয়। মূসা বিন শমশের তার শ্যালক মো. ফারুক-উজ-জামানের মাধ্যমে জাল ও ভুয়া নথিপত্র তৈরি করে ভোলা বিআরটি অফিসে দাখিল রেজিস্ট্রেশন নম্বর বের করে। যেখানে বিআরটিএ ভোলা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আইয়ুব আনছারী প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।

এর আগে ২০১৭ সালের ৩১ জুলাই ওই গাড়িতে ২ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৩৩ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২০১৬ সালের মার্চে মিথ্যা তথ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে মামলা করে। পরে চার্জশিট হয় ওই মামলার। সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার কিংবা বাংলাদেশে ১২শ’ বিঘা জমিসহ অন্যান্য সম্পদ থাকার সপক্ষে যথাযথ তথ্য দিতে পারেননি মুসা। অথচ দুদকে দাখিল করা করা সম্পদ বিবরণীতে এসব সম্পদের ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালের ৭ জুন সম্পদ বিবরণী দাখিল করা সম্পদ বিবরণীতে আইনগত বাধা-নিষেধের অজুহাতে ওই যৌথ অ্যাকাউন্ট সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দুদককে দেয়নি বলে মুসা বিন সম্পদ বিবরণীতে উল্লেখ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ