Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা

বুয়েটে মাঠের আন্দোলন ‘আপাতত’ স্থগিত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় মাঠ পর্যায়ের আন্দোলন ‘আপাতত’ স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীদের দাবি-দাওয়াগুলোর যথাযথ বাস্তবায়ন ও আবরারের হত্যাকারীদের চার্জশিট দাখিলের পর সেটার ভিত্তিতে অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে তারা। একই দাবিতে আগামী বুধবার সন্ত্রাস ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে গণশপথে অংশ নেবেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। তারা বলেন, ‘বুয়েট প্রশাসনের কাছে যে পাঁচটি দাবি ছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে। আন্দোলন স্থগিত হলেও আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব। চার্জশিট দাখিলের পর অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের আগে কোন একাডেমিক কার্যক্রমে শিক্ষার্থীরা অংশ নেবেন না।’ পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের মাধ্যমে আন্দোলন চলবে বলেও জানান তারা। এরআগে মঙ্গলবার দুপুর থেকে শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে বুয়েট ভিসি প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, আমরা বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি, সেক্ষেত্রে আমরা যথেষ্ট আন্তরিক। সেটা শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে।’একাডেমিক কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের সহায়তা করার আহ্বান জানিয়ে ভিসি বলেন, ‘আমরা যত দ্রæত সম্ভব এটি সমাধানের চেষ্টা করব। তাদের সমস্যাগুলো একে একে সমাধান করব। একদিনে তো অনেকদিনের সমস্যা সমাধান করা সম্ভব না। আমি বলছি যতবার প্রয়োজন তাদের সঙ্গে বসব। কারণ, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে হবে। আমি তাদের সহযোগিতা চাই।’
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।#



 

Show all comments
  • Shahjahan Sarkar ( From Germany) ১৬ অক্টোবর, ২০১৯, ২:৫০ পিএম says : 0
    আমার বিশেষ অনুরোধ এই সব মেধাবী ছাত্রদের কোনো অবস্থায়ই ফাঁসি দেয়া যাবেনা I ফাঁসি মানেই এক খুনের বদলে আরেক খুন করা যাহা রাষ্ট্র নিজেই করে I এটা মানব সভ্যতার চরম অবমাননা এইসব যুবক সন্দহঅতীত খুনি কিন্তু আমরা একটা খুনের বদলে আরেকটা খুন করতে দিতে পারিনা I তাই যদি হয় তাহলে আপনি আমি আমাদের মানুষত্বের নিকট হেরেযাবো I সজাগ হন আপনার মানুষত্বকে জাগ্রত করুন I আমাদের ছাত্রদের বলবো তোমাদের একভাইকে হারিয়েছো তাদের অন্ততঃ বেছেথেকে সাজা ভোগ করতে দাও I তোমাদের একমায়ের বুক খলিহয়াছে আর বাকি মাদের বুক খালি করতে দিও না এটা আমার বিশেষ অনুরোধ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ