Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবম ওয়েজ বোর্ডের বৈধতা নিয়ে রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

১২ সেপ্টেম্বর ঘোষিত নবম ওয়েজবোর্ড কেন বেআইনি এবং অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানির পর গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরি এবং বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
তথ্য মন্ত্রণালয়ের সচিব, শ্রম মন্ত্রণালয়ের সচিব, নবম ওয়েজবোর্ডের চেযারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আগামি ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
উল্লেখ্য, সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ সেপ্টেম্বর নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করে সরকার। এটি চ্যালেঞ্জ করে রিট করে নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন ( নোয়াব)। রিটের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ রুল জারি করেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ