Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর সীমান্তে ফেনসিডিল আটক

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

যশোরের সীমান্ত থেকে ৪শ’৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে কাশিপুর কোম্পানি সদরে কর্মরত হাবিলদার মো. জাফর ইকবাল এর নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাশিপুর গ্রামের মো. তরিকুল ইসলাম লালু (২৭), পিতা-মো. নূর হোসেন, গ্রাম-কাশিপুর, ডাক-গোলবাগপুর, থানা-শার্শা, জেলা-যশোর এর বাড়ি তল্লাশি করে গোবরের গর্ত হতে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়।
এ ছাড়াও অপর একটি অভিযানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. ইয়ার আলী মোল্লার নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে শিকড়ী মাঠ এলাকা হতে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল (মালিকবিহীন) আটক করা হয়। আটক মাদকদ্রব্যের সিজার মূল্য এক লাখ বাষট্টি হাজার টাকা।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ