পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঘাটাইলে লুৎফর রহমান (৫০) নামে এক কলেজ শিক্ষক ছেলের মৃত্যু খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত (১৩ অক্টোবর) রাতে উপজেলার ডাকিয়াপটল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান ও গ্রামবাসি জানান, ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের জসিম উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৫০) ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি গত রোববার বিকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি হোটেলে খাবার খাওয়ার পর অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌছলে তার মা আমিনা বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে রাতেই মা ও ছেলে দুজনের লাশ জানাজা শেষে ডাকিয়াপটল কবরস্থানে দাফন করা হয়। ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।