Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে

প্রশিক্ষণ সভায় খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, দেশের মাটি ও স্বাধীনতা রক্ষায় আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতকে দিয়েই যাবে আর ভারত আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করবে। তা কোনোভাবে মেনে নেয়া যায় না। দেশের স্বাধীনতা রক্ষা ও ভারত থেকে ন্যায্য অধিকার পেতে এবং সীমান্তে বিএসএফ-এর হত্যা ও অপহরণ বন্ধে সরকারসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার বাছাইকৃত দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ সিদ্দিকীর পরিচালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী, মাওলানা আব্দুর রহীম ও মাওলানা আব্দুল কাদের।

নেতৃবৃন্দ বলেন, বিশ^ব্যাপী মুসলমানদের তাহযীব তামাদ্দুন ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। সা¤্রাজ্যবাদ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি রন্দ্রে রন্দ্রে জেঁকে বসেছে। সা¤্রাজ্যবাদের মোকাবেলায় নিজেদের দক্ষ দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ