Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভারতকে ফেনী নদীর পানি দেয়া জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা

জাতীয় প্রেসক্লাবে সমাবেশে সিপিবি নারী সেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

সিপিবির নারী নেত্রীরা বলেছেন, তিস্তার চুক্তি ঝুলে রেখে ফেনী নদীর পানি ভারতকে দিতে চুক্তি জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত বিচার, ভারতের সঙ্গে ‘জাতীয় স্বার্থবিরোধী’ চুক্তি বাতিল এবং সারাদেশে যৌন নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারী সেল।

সমাবেশে নারী নেত্রীরা অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বার্থ ক্ষুন্ন করে ভারতের সঙ্গে ফেনী চুক্তি করা হয়েছে। তিস্তাসহ অভিন্ন ৫২ নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হচ্ছে। অথচ ফেনী নদীর পানি ভারতকে দেওয়া হয়েছে মানবিক কারণে। বাংলাদেশের জনগণের প্রতি আওয়ামী লীগ সরকারের কি মানবিকতা নেই? ভারতে এলপিজি রফতানির বিষয়টিও জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল বলে অভিযোগ করেন তারা।

সারাদেশের সন্ত্রাসের মধ্যে আবরার ফাহাদ হত্যাকান্ড বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, এটি সরকারি দলের নির্মমতার জ্বলন্ত উদাহরণ বলে অভিযোগ করেছেন সিপিবি নারী সেলের নেতাকর্মীরা।

তারা আরও অভিযোগ করে বলেন, বাংলাদেশের সমুদ্র উপকূলে ভারতের ২০টি রাডার বসানোর চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। জাতীয় স্বার্থবিরোধী যে কোনও পদক্ষেপের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশে সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাকসুদা আক্তার লাইলী, লুনা নূর প্রমুখ বক্তৃতা করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ