পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, দেশের মানুষকে বন্দি করে রেখেছে এই অবৈধ সরকার। কেউ কোনো কথা বলতে পারে না। সরকার ভীত হয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। কেউ সভা-সমাবেশ করতে পারে না। এমনকি শোক র্যালি পর্যন্ত করতে পারে না। বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আমরা একটি শোক র্যালি করতে চেয়েছিলাম। সেটিও করতে দেয়া হলো না। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক জমায়েত শেষে জাতীয় ঐক্যফ্রন্ট শোক র্যালি বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা র্যালি নিয়ে বের হলে প্রেসক্লাবের মোড়েই তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার ভীত হয়ে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। কেউ সভা সমাবেশ করতে পারে না। শোক র্যালি করতে পারে না। কিন্তু সরকার দলের লোকেরা ঠিকই সব কিছুই করতে পারে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে আমরা একটি শোক র্যালি করতে চেয়েছিলাম। কিন্তু সেটিও করতে দেয়া হলো না। এই সরকারের উদ্দেশে আমি বলতে চাই। আপনারা যা করছেন সেটা ঠিক করছেন না। এখনো সময় আছে সোজা হয়ে যান। নয়তো আপনাদের উপর আল্লাহর গজব পড়বে। র্যালিতে বাধা দেয়ার প্রতিবাদে তিনি ২২ অক্টোবর প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন।
এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে গণজমায়েতে বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘আপনি নেত্রী নন, নাট্যকার! সভ্যভাবে সরে যান’।
জমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম আকরাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।
জমায়েত শেষে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে প্রেসক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে শোকর্যালি বের করে জাতীয় ঐক্যফ্রন্ট। পুলিশের বাধার কারণে তাদের র্যালি পন্ড হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।