Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে নিথর ৯ প্রাণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। গত ২০ ঘণ্টায় নিহতদের মধ্যে কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩, জামালপুরে ২, আড়াইহাজার, পাবনা, ময়মনসিংহ ও নরসিংদীতে একজন করে।
কুমিল্লা : কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর কোতোয়ালী মডেল থানার সামনে অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি একজন আনসার সদস্যের কন্যা বলে জানা গেছে।
এছাড়া গত শুক্রবার রাতে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকায় বাসের চাপায় পিকআপভ্যানের চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

নিহতরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরীর মালিক (মধু, খেজুর, ধর্মীয় বই বিক্রেতা) হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও পিকআপ ভ্যান চালক কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন। আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এ সময় বাসটি একটি পিকআপকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের সহকারী নিহত হয়েছেন। উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারীর নাম রাজন ইসলাম (১৮)। তার বাড়ি বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামে।
হাইওয়ে পুলিশ স‚ত্রে জানা গেছে, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পেছন দিকে ধাক্কা দেয়। এতে সিলেটগামী ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে চালকের সহকারী রাজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাক থেকে রাজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় রবি বীন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে শহরের দাপুনিয়া বাজার সংলগ্ন ছয় মাইল এলাকায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবি বীন ময়মনসিংহ শহরের কাটাখালি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ছয় মাইল এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে পড়ে যায় যাত্রীবাহী লেগুনা। এতে দুর্ঘটনাকবলিত লেগুনাটির বেশ কয়েকজন যাত্রী আহত হন। পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের উদ্ধার করে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর রবি বীনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পাবনা : পাবনায় ফরিদপুর-বাঘাবাড়ী মহাসড়কের চকচকিয়া নামক স্থানে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর-বাঘাবাড়ী মহাসড়কের চকচকিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম সজিব (২২)। তিনি সাঁথিয়া উপজেলার বিলচাপরী গ্রামের আবু সাইদ শেখের ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মোটরসাইকেলটি ডেমরা থেকে ফরিদপুর আসার সময় এবং মাইক্রোবাসটি বাঘাবাড়ী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

নারায়ণগঞ্জ : নারায়াণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার লেঙ্গুরদী এলাকায় একটি গাড়ি তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী গ্রামের মহির উদ্দিনের মেয়ে শিশু সাদিয়া আক্তার মীম (২) ও একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত সুলতান আহাম্মেদের ছেলে রিয়াজ আহাম্মেদ (২২) রয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার বালিজুড়ি বাজার থেকে মিলন বাজার যাওয়ার পথে মিলন বাজারের পশ্চিম পাশে যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু মীম ঘটনাস্থলেই মারা যায় ও মোটরসাইকেল চালক রিয়াজ আহাম্মেদকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এ ঘটনায় ইজিবাইকের অপর ছয় যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা খবর দিলে আহতদের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নেয় ফায়ার সার্ভিস কর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ