Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বর্ষীয়ান রাজনীতিক এটিএম হেমায়েত উদ্দিন দাফন সম্পন্ন

এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের লাশ গতকাল শনিবার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার রাজৈর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় নিজ গ্রাম রাজৈরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এলাকার সর্বস্তরের মানুষ মরহুমের লাশ এক নজর দেখার জন্য ছুঁটে আসে। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

মরহুমের লাশ দাফনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা, আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মরহুমের একমাত্র ছেলে হাফেজ মাওলানা জিয়াউদ্দিন, পীর সাহেব চরমোানইর খলিফা মাওলানা আব্দুল মজিদ পীর সাহেব মোড়েলগঞ্জ, শ্রমিক নেতা শহিদুল ইসলাম কবির, ইসলামী আন্দোলন ঢাকা দক্ষিণ নেতা মাওলানা সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে, মরহুমের ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও দলের গভীর শোক প্রকাশ অব্যাহত রয়েছে। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এক বিবৃতিতে বলেন, অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ঘরোয়া পরামর্শে, মাঠের কর্মসূচিতে, আইনের যথার্থতা রক্ষায়, অসুস্থ্যদের সেবায় ছুঁটে যাওয়া, গ্রেফতারকৃতদের মুক্তিতে দৌঁড় ঝাঁপসহ সর্বত্রই ছিল তার পদচারণা। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

মরহুমের ইন্তেকালে আরো যেসব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন তারা হচ্ছে, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন কেরাণীগঞ্জ শাখার আমীর আলহাজ সুলতান আহমদ খান, কোতোয়ালী থানা ইসলামী আন্দোলনের সভাপতি হাজী নূরুন নবী তালুকদার, ইশা ছাত্র আন্দোলেনরে কেন্দ্রীয় সভাপতিশেখ ফজলুল করীম মারূফ ও সেক্রেটারী জেনারেল মুস্তাকিম বিল্লাহ, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট শেখ আতিয়ার রহমান, সহ-সভাপতি এডভোকেট লুৎফুর রহমান শেখ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ