পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকার পতন নিয়ে ফেসবুক লাইভে অশালীন বক্তব্য ও স্ট্যাটাস দেওয়ায় টুঙ্গিপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র মামুন ভ‚ইয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। এ মামলার অপর আসামি মো. জাহিদ শেখকে মিল্কভিটা থেকে সমায়িক বহিস্কার করা হয়েছে বলে টুঙ্গিপাড়া থানার ওসি জানিয়েছেন।
শুক্রবার রাতে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস বাদী হয়ে গওহরডাঙ্গা গ্রামের আইয়ুব আলী ভ‚ইয়ার ছেলে মামুন ভ‚ঁইয়া (২০) ও পাচকাহনিয়া গ্রামের জিলু শেখের ছেলে জাহিদ শেখকে (২৬) আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন ।
মামলার এজাহারে বলা হয়েছে, মামুন ভ‚ঁইয়া ও জাহিদ শেখ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা নিয়ে ফেসবুক লাইভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকার পতন নিয়ে অশালীন ও কুরুচিপ‚র্ণ মন্তব্য প্রচার করে।
টুঙ্গিপাড়া থানার ওসি এ.কে.এম এনামুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের ও মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামুন গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপর আসামী জাহিদ শেখকে এ ঘটনায় মিল্কভিটা কোম্পানীর চাকরি থেকে বহিস্কার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।