পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষার্থীদের প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ছাত্র-ছাত্রীদের আবেগ ও প্রতিবাদের সাথে আমি একাত্মতা পোষণ করি। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে যারা অপরাজনীতির চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত বিএনপিসহ কুচক্রী মহলের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপি যদি বিশৃঙ্খলার অপচেষ্টা চালায় তাহলে প্রতিহত করা হবে।
ড. হাছান মাহমুদ বলেন, যে চুক্তিগুলোর মাধ্যমে শেখ হাসিনা দেশের স্বার্থ আদায় নিশ্চিত করেছেন- সেগুলোর অমূলক বিরোধিতা করে আন্দোলনের নামে তারা যদি বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, দেশের জনগণ তাদের প্রতিহত করবে। আর বুয়েটের হত্যাকান্ড নিয়ে কেউ যদি পানি ঘোলা করা বা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করে সেটাও প্রতিহত করা হবে। শান্তি প্রিয় বাংলাদেশে কেউ যেনো অশান্তি সৃষ্টি করতে না পারে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকান্ডের প্রসঙ্গে তিনি বলেন, আবরার হত্যাকান্ড অত্যন্ত ন্যাক্করজনক ও নৃশংস, আমরা প্রথম থেকেই এর প্রতিবাদ করছি এবং প্রধানমন্ত্রী দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন। অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে। দাবি তোলার আগেই যাদেরকে এরসাথে যুক্ত মনে হয়েছে তাদের প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সা¤প্রতিক ভারত সফরে দেশের স্বার্থ শুধু সংরক্ষণই করেননি, ভারতের কাছ থেকে দেশের স্বার্থ আদায় করে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। আর বিএনপি নেতারা সে চুক্তিগুলো প্রথমে না পড়েই, পরে পড়েও নানা অপপ্রচার-বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি’র শিক্ষিত নেতারা কিভাবে ম‚র্খের মতো কথা বলেন, বুঝি না!
মন্ত্রী বলেন, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি গতকাল সংবাদ সম্মেলনে কিছু ডাহা মিথ্যা বলেছেন। এতে অবশ্য আমরা অবাক হইনি। ড. হাছান বলেন, বিএনপি বলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই কিন্তু সত্য হলো, শেখ হাসিনার সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এই প্রেসক্লাবের সামনে আমাদের তিন গজ দ‚রে সমাবেশে বিএনপি আমাদের অনেক অম‚লক সমালোচনা করছে, এতে আমরা অখুশি নই, খুশি, কারণ এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রমাণ। এসময় ভারতের সাথে চুক্তিগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করে সবার সামনে তুলে ধরেন ড. হাছান।
তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস রপ্তানির অসত্য তথ্য ছড়িয়েছিল বিএনপি। প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রশ্নই ওঠেনা। আমরা প্রাকৃতিক গ্যাস রপ্তানির অবস্থাই নেই। আমরা আমদানিকৃত সাড়ে ৭ লক্ষ টন এলপিজি এবং সাড়ে ১২ লক্ষ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত পেট্রোলিয়াম পরিশোধনের সময় উপজাত হিসেবে পাওয়া এলপিজি বোতলজাত করে উপযোগ সংযোজন বা ‘ভ্যালু এড’ করে ভারতে রপ্তানির সুযোগ পেয়েছি যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করবে। বিএনপি’র শিক্ষিত নেতারা ইচ্ছাকৃতভাবে মূর্খের মতো কথা বলেন, যা অত্যন্ত দুঃখজনক।
হাছান মাহমুদ আরো বলেন, ভারত আমাদের গ্রান্ট দিচ্ছে যা দিয়ে আমাদের কোস্টগার্ড ২০টি রাডার কিনবে, যেগুলো আমাদের কোস্টগার্ডই পরিচালনা করবে। বঙ্গোপসাগরে অন্যদেশের ট্রলারের অবৈধভাবে মাছধরা, বেআইনি চলাচল ঠেকাতে সেগুলো ব্যবহার হবে। এনিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, কিছু পত্রিকাও এ অসত্য লিখেছে যা কোনোভাবেই সমীচিন নয় এবং হলুদ সাংবাদিকতার পর্যায়ে পড়ে বলে মনে করি এবং ভবিষ্যতে যেন এমন না হয়, সেদিকে সবাই সতর্ক থাকবেন বলে আশা করি।
ফেনী নদীর পানিপ্রবাহের দুইশ’ ভাগের মাত্র একভাগ ত্রিপুরার সাবরুম এলাকার মানুষের খাবার পানি হিসেবে ব্যবহার হবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম, মংলা পোর্ট ভারতের ব্যবহারের শুল্ক-সার্ভিস চার্জ নিয়ে লাভবান হবো আমরাই। পোর্ট ব্যবহার করতে দিয়ে সিঙ্গাপুর, নেদারল্যান্ডসসহ বিশ্বের বহুদেশই আজ অর্থনৈতিকভাবে বিপুল সমৃদ্ধির উদাহরণ।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন টয়েল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।