Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের স্বাধীনতা রক্ষার কথা বলায় আবরারকে হত্যা করেছে ছাত্রলীগ

মানববন্ধনে মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ দেশের স্বাধীনতা রক্ষার কথা বলায় ছাত্রলীগের নেতারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আবরার ফাহাদকে ছাত্রলীগ যেদিন হত্যা করা হয়েছে, সেই দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলায় ছাত্রলীগ নেতাকর্মীরা আবরারকে নৃশংসভাবে খুন করেছে। দেশের সব বিশ্ববিদ্যালয়ের হলে তাদের টর্চার সেল রয়েছে। সেই টর্চার সেলে নিয়ে বিরোধী পথ ও মতের শিক্ষার্থীদের অত্যাচার নির্যাতন করা হয়। একইভাবে বুয়েটের ২০১১ নম্বর কক্ষে ফাহাদকে হত্যা করা হয়েছে। পাঁচ ঘণ্টা ধরে তার ওপর নির্যাতন করা হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, সারা দেশের মানুষ জানে চুক্তি অনুযায়ী ফেনী নদী থেকে প্রতি সেকেন্ডে ৫০ লিটার হিসেবে ২৪ ঘণ্টায় ৪ লাখ লিটার পানি যাবে। এ পানি আমাদের প্রয়োজন। এমনিতেই আমাদের শুকনো মৌসুমে পানি থাকে না। অথচ তিনি (প্রধানমন্ত্রী) বললেন- বাংলাদেশের কোনো স্বার্থ তিনি বিক্রি করে আসেননি।
মওদুদ বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এ জন্য দেশের সব দেশপ্রেমিক শক্তি ও দলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. এজেড এম জাহিদ হোসেনের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, সাংবাদিক নেতা আব্দুস শহীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ওবায়েদুল ইসলাম, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ