পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
পরিবেশ দূষণের দায়ে নগরীর নাসিরাবাদের ইসলাম স্টিল মিল ও ইপিজেডের চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে ছয় লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ জরিমানা আরোপ করেন।
বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি কারায় ইসলাম স্টিল মিলসকে চার লাখ ৮৬ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
অন্যদিকে তরল বর্জ্য নির্গমণের মাধ্যমে পরিবেশ ক্ষতি কারার দায়ে চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে এক লাখ ৯২ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ এবং তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।