Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানহানি মামলায় ‘ইনস্যুরেন্স নিউজ বিডি’ সম্পাদক খালাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

মানহানির মামলায় ইনস্যুরেন্স নিউজবিডির সম্পাদক-প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকুকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২১ এর বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। ২০১১ সালে মামলাটি দায়ের হয়। সে সময় তিনি পাক্ষিক ‘ব্যাংক-বীমা’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। প্রগতিলাইফ ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা জাহাঙ্গীর আলম গাড়ি চুরি মামলায় গ্রেফতার হওয়ার পর এ বিষয়ে সংবাদ প্রকাশ করে ব্যাংক-বীমা।

এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন জাহাঙ্গীর আলম। ৮ বছর মামলাটি চলে। অ্যাডভোকেট মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, আদালত নথিপত্র পর্যালোনা করে মোস্তাফিজুর রহমানকে খালাস দেন। মানহানি নয়-নিছক হয়রানির উদ্দেশ্যেই মামলাটি দায়ের করা হয়েছিল এটি প্রমাণিত হলো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ