Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমার নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

২০১১ সাল থেকে তিস্তা চুক্তির মুলো ঝুলিয়ে রাখার পরও ভারতকে ফেনী নদীর পানি দেয়ার সমালোচনা করে ফেসবুকে স্ট্র্যাটাস দেয়ায় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়। মত প্রকাশ নিয়ে এমন পৈচাশিক হত্যাকান্ডের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে। সমাজের সর্বস্তর থেকে বলা হচ্ছে মত প্রকাশ করায় হত্যাকান্ড গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর। তবে ছাত্ররা ফেনী নদীর পানি ভারতের ত্রিপুরার সাবরুমে দেয়ায় প্রতিবাদ করে নতুন শ্লোগান দিচ্ছেন।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সেøাগান দেয়া হয়েছে। স্লোগানটি হলে ‘আমার নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’। এই সেøাগান সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে লাইক, শেয়ার ও কমেন্ট হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি গতকাল বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা ঘটনাকে মানুষের বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুর আঘাত বলে মন্তব্য করেছেন। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই হত্যাকান্ডের পর বলেছেন, মত প্রকাশের কারণে হত্যাকান্ডের শিকার গণতন্ত্রের জন্য অশনি সংকেত। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষক সমাজ থেকে শুরু করে সর্বত্রই আবরার হত্যাকান্ড এবং ফেনী নদীর পানি ভারতকে দেয়ার প্রতিবাদ করছেন। ফেসবুক, বøগ, টুকটার এবং মতামতে নানান বক্তব্য দিচ্ছেন, মন্তব্য করছেন। প্রায় সবাই ফেনী নদীর পানি ভারতকে দেয়ার আগে তিস্তা চুক্তির দাবি জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, ফেনী নদীর পানি ভারতকে দেয়ার আগে বাংলাদেশের প্রশাসন যন্ত্র এতো গোপনীয়তা করল কেন? সুবিধাবাদী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত পানি বিশেষজ্ঞ আইনুন নিশাত দাবি করেছেন, ‘ফেনী নদীর সামান্য পানি ভারততে দেয়া হলে নদী টেরও পাবে না’। আইনুন নিশাতের এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ করছেন অনেকেই। তবে সবচেয়ে প্রতিবাদী ঘটনা ঘটেছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ডাকসুর ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালযের রাজু ভাস্কর্যের সামনে থেকে বের হয়ে শাহাবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও হাইকোর্ট মোড় ঘুরে আবারো রাজু ভাস্কর্যে ফিরে গিয়ে শেষ হয়। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ছাত্রফেডারেশনসহ বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা স্লোগান দেন।

মিছিলে শিক্ষার্থীদেরকে ভারতের সাথে স্বাক্ষরিত ফেনী নদীর পানি চুক্তির বিরুদ্ধে ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। মিছিলে তারা ‘আমার নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’; ‘দিল্লি না ঢাকা!, ঢাকা ঢাকা!’ ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নেই’; ‘দেশবিরোধী চুক্তি, মানি না মানব না’; ‘বুয়েট তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’; ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘হই হই রই রই ছাত্রলীগ গেলি কই?’; ‘আমার ভাই আবরার আর কত লাশ চাই’; ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীদের মিছিলে এমন স্লোগান শুনে পথচারীরা দাঁড়িয়ে স্লোগান উপভোগ করেন। কেউ কেউ গাড়ি থামিকে শ্লোগানের সঙ্গে গলা মেলান। কেউ ফুটপাথ দিয়ে হাটার সময় নিজেরাও শিক্ষার্থীদের সঙ্গে গলা মিলিয়ে শ্লোগান দেন ‘আমার নদী ফিরিয়ে দে, নইলে গদি ছেড়ে দে’। বহুদিন পর এমন দৃশ্য পথচারীদের হতবাক করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ