Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে দখলমুক্ত মহাসড়কের সংস্কার কাজ শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে থাকা ভুলতা ফ্লাইওভারের ঢাকা-সিলেট মহাসড়ক অংশের সওজের জমি দখলমুক্ত করেছে প্রশাসন। জমিটি দখলমুক্ত করায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে। সেলিমের অবৈধ পাকা স্থাপনাটি গুঁড়িয়ে দেয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচের অংশটি প্রশস্ত করতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বালু ও ইটের খোয়া ফেলে রোলার দিয়ে রাস্তাটি সমান করার কাজ চলছে। দীর্ঘদিন ভুলতা-গোলাকান্দাইল চার তলাবিশিষ্ট ফ্লাইওভারের ঢাকা-সিলেট মহাসড়কের অংশের সওজের ১৫ শতাংশ জমি ক্যাসিনো ডন সেলিম প্রধানের দখলে ছিল। এ জমিটি উদ্ধারের জন্য কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্রশাসন। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর এ নিয়ে দৈনিক ইনকিলাবে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। গত শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী যুগ্ম সচিব এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখল উচ্ছেদ করা হয়। উচ্ছেদের ফলে বর্তমানে সড়কটি ১০ থেকে ১২ ফুটের স্থলে প্রায় ৪০ থেকে ৫০ ফুট প্রশস্ত হয়েছে। এতে করে যানবাহন যাতায়াতে আর সমস্যা হবে না। 

কয়েক দিন আগে থাই এয়ারওয়েজের টিজি-৩৩২ ফ্লাইটটি ছাড়ার আগ মূহূর্তে ক্যাসিনো ডন সেলিম প্রধানকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকেই ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের মালকানাধীন জাপান- বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেডের অবৈধ দখলে সওজের ১৫ শতাংশ জমিতে পাকা স্থাপনার বিষয়টি ইনকিলাব পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর অবৈধ দখলের বিষয়টি আবারও প্রশাসনের নজর কাড়ে।
জানা গেছে, ভুলতা-গোলাকান্দাইল এলাকা দিয়ে গেছে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কটি। এ এলাকায় শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে হাটবাজার ও ব্যস্ততম মার্কেট থাকায় প্রতিদিন শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষের চলাফেরা। আগে প্রতিদিনই এ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। নিত্যদিনের যানজটের কারণে ভোগান্তিরও যেন অন্ত ছিল না। এ যানজট নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের চার তলাবিশিষ্ট ফ্লাইওভারটির কাজ সম্পন্ন হলেও সড়ক ও জনপথ বিভাগের একোয়ারভুক্ত মাত্র ১৫ শতাংশ জমি ক্যাসিনো ডন সেলিম মিয়া ওরফে সেলিম প্রধানের জবরদখলে থাকায় কাজটি অসমাপ্ত থেকে যায়। বেশ কয়েকবার ফ্লাইওভার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ওই জমিতে থাকা পাকা স্থাপনা উচ্ছেদ করতে গেলেও বিশেষ ফোনের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। সেলিমের ওই জমিতে একটি মসজিদসহ পাকা স্থাপনা ছিল। জমিটুকু দখলে থাকায় সড়কের ওই অংশে মাত্র ১০ থেকে ১২ ফুট প্রশস্ত সড়কের ওই অংশটুকু দিয়ে বড় ধরনের যানবাহন চলাফেলা করতে পারত না। এমনকি রিকশা ও অটোরিকশা চলাচল করা সম্ভব হতো না। জমি দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সওজের কর্মকর্তারা জানান, দখলমুক্ত অংশটি মহাসড়কের আদলেই অনেক মজবুত করে তৈরি করা হচ্ছে। যাতে ভবিষ্যতে সহজেই এই অংশটি দেবে না যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ